Wellcome to National Portal
Main Comtent Skiped

Geographical introduction

যশোর সদর উপজেলার ভৌগলিক পরিচিতি:

যশোর সদর উপজেলার পূর্বে ও উত্তরে যশোর জেলারবাঘারপাড়া উপজেলা, পশ্চিমে ঝিকরগাছা ও চৌগাছা দক্ষিনে অভয়নগর ও মনিরামপুরউপজেলা অবস্থিত।যশোর সদর উপজেলাটি জেলার সবচেয়ে উচু স্থানে অবস্থিত। উপজেলার সর্বত্রই সমতল ভূমি বিদ্যমান।এ উপজেলায় শীতের সময় প্রন্ড শীত এবং গরমের সময় অত্যাধিক গরম পড়ে থাকে।বর্ষাকালে মোটামুটি বৃষ্টিপাত হয়।  তবে বন্যা বা কোন প্রাকৃতিক দূর্যোগ হয় না বললেই চলে।

১। উপজেলার আয়তনঃ ৪৩৫.৪০ বর্গকিলোমিটার

২। মোট জমির পরিমাণঃ ৪৩,৫১২ হেক্টর

৩। আবাদী জমির পরিমাণঃ ৩৩,৯৩০ হেক্টর

৪। জলাভূমির পরিমাণঃ ৩,৪২৫.৫০ হেক্টর

৫। বনভূমির পরিমাণঃ ৩.২৫ হেক্টর

৬।প্রবাহিত নদীর সংখ্যাঃ ৩ টি